খানবাহাদুর আহসানউল্লাহ’র কবর জিয়ারাতের মধ্য দিয়ে ডাঃ শহিদুলের প্রচারণা শুরু

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

রেদওয়ানুল ফেরদৌস রনি (সাতক্ষীরা): প্রখ্যাত সুফী সাধক খাঁনবাহাদুর আহছানউল্লা রহ. এর মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ শহিদুল আলম।

বুধবার বেলা ১২টায় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে মাজার জিয়ারত করেন। এর আগে তিনি নিজ বাড়িতে পৌছে পিতা মাতার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ উপজেলার নলতা চৌমহুনী সংলগ্নে নির্বাচনী অফিসের সামনে নেতাকর্মীদের সম্মুখে সকল ভয়কে জয় করে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে মাঠে থাকার আহবান জানিয়ে বলেন, সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশ ও প্রশাসনের সদিচ্ছার প্রয়োজন।

জনগন যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে। আমার নেতাকর্মীরা সকল রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাচনী মাঠে প্রচার প্রচারনা চালিয়ে যাবেন। আমরা কোন উসকানি বা বাধার মুখে দুর্বল হবো না।

তিনি আরও বলেন, বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, আগামীতেও সকল বিপদে আপদে পাশে থাকবো। নির্বাচনী আচরণ বিধিলঙ্ঘন করে ধানের শীষ প্রতীকের প্রচার মাইক ও ভ্যান ভাংচুর করে জনগনের মন পাওয়া যায় না।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগনের ভালবাসার প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক, গনতন্ত্র উদ্ধারের প্রতীক ধানের শীষের বিজয় হবে নিশ্চিত। ধানের শীষের বিজয় মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. শেখ আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল খালেক, সহ-সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুনজুর মোর্শেদ মিলন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার অজেদ আলী, সাধারণ সম্পাদক মোনাজাত আলী সানা, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেম্বর আরশাদ আলী।

নির্বাচনী পথ সভায় কালিগঞ্জ, দেবহাটা ও আশাশুনি উপজেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে ডা. শহিদুল আলম দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে নলতা, ভাড়াশিমলা, তারালীসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

/আরএ

Comments