কুষ্টিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯ তামীম আদনান, কুষ্টিয়া: কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারো মাইল নামক স্থানে ট্রাকের চাপায় নাহারুল (৩৩) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ওসি জানান, শনিবার বিকেলের দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারোমাইল মতিয়া ফিলিং স্টেশনের সামনে একটি দৃুতগামী ট্রাক মোটরসাইকেল চালককে ধাক্কা দিলে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন হতভাগ্য মোটরসাইকেল আরোহী নাহারুল। তিনি জানান, পুলিশ পাঠানো হয়েছে লাশের সুরোতহাল শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত নাহারুল দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ফারাকপুর এলাকার মৃত সামস আলীর ছেলে বলে জানান ভেড়ামারা থানা পুলিশ। এমএম/ Comments SHARES সারাদেশ বিষয়: