কালো রাত স্মরণে সারাদেশে এক মিনিট ব্ল্যাকআউট

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০১৯
ছবিটি চট্টগ্রাম থেকে তুলেছেন আমাদের ফটোগ্রাফার ইমরান হোসাইন

ডেস্ক: হঠাৎ অন্ধকার। তখন রাত ৯টা। কোথাও আলো নেই। যেন ঘোর কালো অন্ধকার নেমে এসেছে মর্ত থেকে। এভাবে এক মিনিট ব্ল্যাকআউটের মধ্য দিয়ে দেশবাসী স্মরণ করছে ভয়াল সেই কালরাতকে।

১৯৭১ সালের এই দিনে গণহত্যার শিকার হওয়া শহীদদের স্মরণে রাত ৯টা থেকে এক মিনিটের জন্য পালন করা হয় এই কর্মসূচি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সারা দেশে এই কর্মসূচি পালিত হয়েছে।

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনীর ‘অপারেশন সার্চ লাইট’ নামে পরিচালিত অভিযানে প্রায় ৫০ হাজার বাংলাদেশীকে হত্যা করেছিলো পাকিস্তানি বাহিনী।

এই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় এবং তাকে বন্দী করে রাখা হয় তৎকালীন দ্বিতীয় রাজধানীর (বর্তমানের শের-এ-বাংলানগর) নির্মাণাধীন ন্যাশনাল অ্যাসেম্বলী বিল্ডিংয়ে। এরপর তাকে পাকিস্তানে বন্দি নিয়ে করে রাখা হয়।

এই রাতের স্মরণে ২০১৭ সাল থেকে রাষ্ট্রীয়ভাবে ২৫শে মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়।

/আরএ

Comments