কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মার্কেট পুড়ে ছাই

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৮

আরিফুল হক মাহবুব, কাউখালী: রাঙামাটির কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ত্রিশটি দোকান। উপজেলার আজম মার্কেটে বুধবার রাত ৩ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের চেষ্টায় যতক্ষণে আগুন নিভে ততক্ষণে প্রায় পুড়ো মার্কেট পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, কাউখালীতে প্রায় এক বছরেরও আগে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হয়েছে। কিন্তু নির্মাণের এক বছরের বেশি সময় পার হলেও এখনো উদ্বোধন করা হয়নি।

এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

/এমএম

Comments