কমলনগরে নিখোঁজের পাঁচদিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের পাঁচদিন পর শরীফ হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার পাটারীরহাট ইউনিয়নের আইয়ুবনগর এলাকার একটি সয়াবিন ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার রাতে পার্শ্ববর্তী একটি মাছের খামার থেকে সে নিখোঁজ হয়। নিহত শরীফ উপজেলার চরফলকন এলাকার ফারুক ফলোয়ানের ছেলে। সে স্থানীয় মাওলানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।

পুলিশ ও এলাকাবাসী জানান, শরীফের বাবা ফারুক ফলোয়ান স্থানীয় কালাম মাস্টারের কাছ থেকে মাছের খামার লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছচাষ করে আসছেন। শনিবার রাতে পাহারা দেওয়ার জন্য শরীফ ওই খামারে যায়। কিন্তু এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এ ঘটনায় শরীফের বাবা গত রোববার কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদিকে, বৃহস্পতিবার সকালে ওই মাছের খামার থেকে পাঁচশ’ মিটার দূরের একটি সয়াবিন ক্ষেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে শরীফের লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে সেখান থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকা-ে জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত সোমবার সকালে উপজেলার হাজিরহাট বাজারের একটি দোকানঘরের চালা থেকে হাজিরহাট মিল্লাত একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র শান্ত ইসলাম শুভ’র (১৩) লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে সে আর বাড়ি ফিরেনি।
চারদিনের ব্যবধানে দুই স্কুলছাত্র নিখোঁজ ও তাদের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Comments