ইসি চায় না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক: কমিশনার কবিতা খানম

প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৮

একুশ নিউজ: নির্বাচন কমিশনার কবিতা খানম ব‌লে‌ছেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে। কমিশন থেকে নির্দেশনা  থাকবে এই হাওয়া যেন কোনোভাবেই বৈরী না হয়। কমিশন চায় না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক।

আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসন্ন নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

কবিতা খানম বলেন, আমরা এমন কোনো নির্বাচন জনগণকে উপহার দিতে চাই না, যার জন্য জনগণকে সবসময় আমাদের জবাবদিহি করতে হবে।

কিন্তু হানড্রেড পারসেন্ট (শত ভাগ) নির্বাচন সুষ্ঠু- পৃথিবীর কোনো দেশেই হয় নাই। আমাদের দেশেও হবে না। সুতরাং আমরা বলতে চাই, একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে। কশিশন চায় না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক।

কবিতা খানম বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে তুলে আনা অনেক কঠিন কাজ। সবার সঙ্গে সদাচারণ করে, সৎ ব্যবহার করে নির্বাচন সুষ্ঠু করতে হবে। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব শুধু নির্বাচন কমিশনের নয়, এটা সবার দায়িত্ব।

এ ক্ষেত্রে সবার সহযোগিতাও প্রত্যাশা করেন কবিতা খানম।

এদিকে নির্বাচনী এলাকায় ব্যানার পোস্টার নামানোর নির্দেশনা দিয়েছেন ইসি সচি হেলালুদ্দিন।

সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের অনেক জায়গায় এখনো ব্যানার, পোস্টার নামানো হয়নি।

১৮ নভেম্বরের মধ্যে যাতে এগুলো নামিয়ে ফেলা হয় এবং মনোনয়নপ্রাপ্তরা যাতে ব্যানার-পোস্টার লাগানোর সুযোগ পান সেই ব্যবস্থা নিতে হবে।

ইসি সচিব বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচন হবে, এটা ফিক্সড। এই নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে। তাই নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক।

/আরএ

Comments