ইমরান খান ও পাকিস্তানীদের পাশে দাঁড়াতে আপত্তি নেই: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বৈরিতা থাকলেও সে দেশের সাধারণ মানুষের কল্যাণে তাদের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে আপত্তি নেই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “ইমরান খান অনেক ছক্কা মেরেছে। এখন দেখেন ক্ষমতার ছক্কা মারতে পারে কি না? আমরা খুশি হব ওটা করতে পারলে… একজন প্লেয়ার, তার যে স্পোর্টসম্যান স্পিরিট আছে… বহু চেষ্টা করেই ক্ষমতায় এসেছে।”

১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ ক্রিকেট শিরোপা এনে দেওয়া ইমরান খান গত মাসেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন; যদিও অনেকের মতে, পাকিস্তানের ক্ষমতাশালী সেনাবাহিনীই ইমরানকে ক্ষমতায় এনেছে।

সম্প্রতি পাকিস্তানে এক টিভি আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের মডেল অনুসরণ করে পাকিস্তানকে গড়ে তুলতে ইমরান খানকে পরামর্শ দেন সে দেশের কলামনিস্ট জায়গাম খান।

সংবাদ সম্মেলনে ওই অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরায় শেখ হাসিনা বলেন, “এটা ধরে রাখতে (পাকিস্তান) যদি কোনো সহযোগিতা চায়, অবশ্যই আমরা করব, করব না কেন?”

জনগণের কল্যাণে কাজ করার অভিপ্রায় জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “সেখানে মানুষগুলোর কথা চিন্তা করুন। ষড়যন্ত্রকারীদের নয়, সাধারণ মানুষের কথা চিন্তা করুন।

“তাদের কল্যাণে আমাদের যদি কোনো অভিজ্ঞতা শেয়ার করতে হয়, তাতে আমার কোনো আপত্তি নেই।”

Comments