ইঞ্জিনসহ ২ বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জুন ২, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ‘কুশিয়ারা’ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট রেলপথে রশিদপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল ও সিলেটগামী পারাবত এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ জংশনে আটকা পড়েছে।

এ ছাড়া আটকেপড়া ট্রেনে ঈদে বাড়ি ফেরা যাত্রীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশনমাস্টার গৌর প্রসাদ দাস পলাশ জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী লোকাল ট্রেন ‘কুশিয়ারা’ রশিদপুর স্টেশন অতিক্রম করে আউটারে হঠাৎ ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

লাইনচ্যুত বগি উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বেলা ২টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসকে/

Comments