ঝিনাইদহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০১৯ ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬ টায় স্থানীয় শহীদ স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্প মাল্য অর্পন করা হয়। প্রথমে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ,পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান পিপিএম জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ঝিনাইদহ প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজ ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্প মাল্য অর্পন করে।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। এদিকে দিনটিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পৃথক পৃথক ভাবে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। জেলা আওয়ামীলীগের র্যালী পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে শুরু করে মুজিব চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জননেতা সাইদুল করিম মিন্টু। এদিকে জেলা বিএনপির পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, হরিনাকুন্ড উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, মাহবুবা রহমান শিখা, জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বিআইজে/ Comments SHARES সারাদেশ বিষয়: জাতীয় দিবস