আজকে শরবত খাবো না: ওয়াসা কর্তৃপক্ষ

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯
ওয়াসার পানিতে কর্তাদের শরবত খাওয়াতে চান জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শহরে ওয়াসা পানিকে শতভাগ সুপেয় পানি ঘোষণা দিয়ে বিপাকেই পরেছেন ওয়াসার পরিচালক তাকসিম এ খান।

সম্প্রতি ওয়াসার পানি নিয়ে টিআইবির প্রতিবেদন প্রকাশের পর পাল্টা সংবাদ সম্মেলনে ওয়াসার পানি শতভাগ সুপেয় বলে ঘোষণা দিয়েছিলেন ওয়াসার পরিচালক তাকসিম এ খান।

এরপরই শুরু হয় সমালোচনা। রাজধানীর জুরাইনবাসী তাকসিম এ খানের দাবির প্রতিবাদ জানিয়ে আজকে ওয়াসার পানি দিয়ে শরবত খাওয়ানোর কর্মসূচি ঘোষণা করে।

এ উপলক্ষ্যে সকাল থেকেই জুরাইনবাসী বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে কওরান বাজারে ওয়াসা কার্যালয়ের সামনে ভিড় করে। তাদের দাবি রাজধানীর বিভিন্ন জায়গায় ওয়াসা যে পানি সরবরাহ করে তা ব্যবহারযোগ্য নয়।

প্রতিবাদে মুখর নগরবাসীর দাবি ওয়াসা পরিচালককে তার দাবির প্রমাণ দিতে হবে নইলে সেই পানির শরবত খেতে হবে। তারা দাবি করেন ওয়াসার পানি নিরাপদ নয়। এবং এটা যেন স্বীকার করেন ওয়াসা পরিচালক।

এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ওয়াসা কর্মকর্তারা আজ শরবত খাবেন না বলে জানিয়েছেন বললেন আন্দোলনকারীদের নেতৃত্বে থাকা মিজানুর রহমান।

সময় টিভি সূত্রে জানা যায়, জুরাইনবাসীর অভিনব এ প্রতিবাদের নেতৃত্ব দেন জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান। তিনি সময় টিভির সাংবাদিকের এক প্রশ্নে জবাবে জানান, ওয়াসা কর্তৃপক্ষ বলছে আজকে তারা শরবত খাবেন না।

তারা বলছেন এই পানি নাকি ওয়াসার নয়। আমরা চ্যালেঞ্জ করেছি এই পানি ওয়াসার। তারা আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করেননি। তারা আমাদের যে আশ্বাস দিয়েছেন আমরা এতে সন্তুষ্ট নই। যতক্ষণ না আমরা পানির সুষ্ঠু সমাধানের আশ্বাস পাচ্ছি ততক্ষণ আমরা এখান থেকে যাবো না।

এদিকে ওয়াসার পরিচালক (ব্যবস্থাপনা) তাসকিম এ খান বাইরের কাজে ব্যস্ত থাকায় আজ অফিসে আসেননি বলে জানান কর্মকর্তারা।

/আরএ

Comments