ভূরুঙ্গামারীতে সাত দিনেও খোজ মিলেনি নিখোঁজ মাদরাসা ছাত্রের

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৯

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের সাত দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্র আবু কাউছার (১৩) এর। এ ব্যাপারে নিখোজ ছাত্রের পিতা ভূরুঙ্গামারী থানায় একটি মিসিং ডায়েরী করেছেন। যার নম্বর ৬৮৯ তারিখ ২০/০৩/২০১৯ইং।

পুলিশ এজাহার সুত্রে জানা গেছে, নিখোজ মাদরাসা ছাত্রের নাম আবু কাউছার বয়স ১৩ বছর, গায়ের রং শ্যামলা, নিখোজ হওয়ার সময় তার পড়নে ছিলো সাদা পাঞ্জাবী ও পায়জামা। সে উপজেলার দেওয়ানের খামার গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

নিখোজ আবু কাউছার উপজেলা সদরের একটি হাফিজিয়া মাদরাসার (পোড়া মাদরাসায়) হাফিজিয়া পড়তো। গত ১৬ মার্চ শনিবার বিকাল ৪ টায় বাড়ী থেকে মাদরাসা যাওয়ার কথা বলে বেরিয়ে যায়। কিন্তু অদ্যবধি সে মাদরাসায় উপস্থিত হয় নাই বলে মাদরাসার কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

নিখোজ ছাত্রের বাবা সাইদুল ইসলাম জানান, মাদরাসা যাওয়ার পথে আমার ছেলেটি হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খুজেছি কিন্তু কোথাও পাচ্ছি না। যদি কোনো ব্যক্তি সন্ধান পান তাহলে থানায় খবর দেওয়ার জন্য অনুরোধ করেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনর্চাজ মিসিং ডায়েরী বিষয়টি নিশ্চিত করেছেন।

/আরএ

Comments