বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে: আইজিপি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮ একুশ ডেস্ক: দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। জাবেদ পাটোয়ারীর জানান, পুলিশ এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার মতো অভিযোগ পায়নি। কেন্দ্রে পোলিং এজেন্টদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের উল্লেখ্য করে ‘কেউ কেন্দ্রে না এলে তাকে খুঁজে আনার দায়িত্ব পুলিশের নয়’ বলেও মন্তব্য করেন পুলিশ মহাপরিদর্শক। রোববার সকাল ১০টার দিকে রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরীতে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে এসব কথা বলেন, পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী। আইজিপি বলেন, বিচ্ছিন্নভাবে চট্টগ্রামে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে, ময়মনসিংহে একটি কেন্দ্রে হামলায় পুলিশ আহত হয়েছে ও পুলিশের দুটি অস্ত্র লুট হয়েছে, ভৈরবে হামলা হয়েছে, নোয়াখালীর দুটি কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে, একটি কেন্দ্রে ব্যালট পেপার লুট হয়েছে। এ ঘটনাগুলো ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে হচ্ছে বলে জানান আইজিপি। /এসএস Comments SHARES জাতীয় বিষয়: