মেহেদীর রং শুকালো না নববধূ বিথির, চলে গেলেন না ফেরার দেশে

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ে মেহেদীর রং শোকাতে না শোকাতে বিথি রানী শর্মা (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুর বাড়ির লোকজন বলছেন, বিথি আত্মহত্যা করেছেন আর পরিবারের দাবি তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকালে সদর উপজেলার আখানগর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ সদর উপজেলার বিজয় কুমার শর্মার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস পূর্বে ঠাকুরগাঁও সদর উপজেলার বিজয় কুমার শর্মার মেয়ে বিথি রানী শর্মার বিয়ে হয় ভেলারহাট গুচ্ছগ্রামের বাসিন্দা জতিষ বর্মনের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিথিকে শারীরিক ও মানসিক নির্যাতন করত স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। মঙ্গলবার সকালে জতিষ বর্মন স্ত্রী বিথি রানীকে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনার জন্য চাপ দেয়।

এতে বিথি রাজি না হলে জতিষ তাকে মারধর করে। এক পর্যায়ে বিথিকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী জতিষ। পরে অবস্থা বেগতিক দেখে লাশ ফেলে পালিয়ে যায় সে। খবর পেয়ে রুহিয়া থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

নিহত নববধূর মা জানকি রানী জানান, বিয়ের পর থেকে আমার মেয়েকে নির্যাতন করত জতিষ। কয়েকদিন আগেও বিথি আমাকে ফোন করে নির্যাতনের কথা জানায়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

রুহিয়া থানর ওসি প্রদীপ কুমার রায় বলেন, আখানগর গুচ্ছগ্রামে এক গৃহবধূর মৃত্যুর সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। মেয়েটি কীভাবে মারা গেছে তা নিশ্চিত হতে লাশ ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়া গেলে বিথির মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Comments