খুলনায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯ শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনের মধ্যদিয়ে খুলনায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৩ জুন) সকাল থেকে নানা কর্মসূচি পালন করছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতা-কর্মীরা। দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা-সভায় নেতারা বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছিলো বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে। আর সে অধিকার আদায়ের নেতৃত্ব দিয়েছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র সাধারণ নির্বাচন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে বঙ্গবন্ধু এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের নেতৃত্বে চূড়ান্ত গৌরবোজ্জ্বল সফলতা অর্জিত হয়েছে। খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। প্রধান বক্তার বক্তব্য করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাজী বাদশা মিয়া, এমডিএ বাবুল রানা। সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দফতর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। আলোচনা সভা শেষে এক বিশাল আনন্দ র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে দলীয় কার্যালয়ে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়। অনুরূপভাবে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। Comments SHARES সারাদেশ বিষয়: