উপজেলা নির্বাচনে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি সিইসির নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯ সিইসি কে এম নুরুল হুদা একুশ ডেস্ক: উপজেলা নির্বাচন গ্রহণযোগ্য করতে নিরপেক্ষ দায়িত্ব পালনে রিটার্নিং ও সহকারী রিটার্নি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন সিইসি নূরুল হুদা। সিইসি বলেছেন, নির্বাচনে অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহ্স্পতিবার সকালে এক অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি। প্রসঙ্গ, মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে সারা দেশে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। এবারই প্রথম সারাদেশে দলীয় প্রতীকে এই নির্বাচন হবে। সেই সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারও হবে এই ভোটে। এর আগে ২০১৭ সালের মার্চে তিনটি উপজেলায় দলীয় প্রতীকে নির্বাচন হয়েছিলো। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: