আসন্ন রমজানে পণ্যমূল্য বৃদ্ধি না করার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৯ একুশ ডেস্ক: আসন্ন রমজানে কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করবে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার ( ২৭ মার্চ) আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্থানীয় উৎপাদন, আমদানি, মজুদ অবস্থা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে সভাপতির বক্তেব্যে তিনি এ আশ্বাস দেন। গত বছরের তুলনায় বর্তমানে অনেক পণ্যের মূল্য কম রয়েছে জানিয়ে টিপু মুনশি বলেন, ‘সরবরাহ চেইনে কোনো সমস্যা নেই। আসন্ন রমজান মাসে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির সঙ্গত কোনো কারণ নেই। পণ্য পরিবহনে যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়, সেজন্য প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।’ তিনি বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রয়েছে। আসন্ন রমজান মাসে কোনো পণ্যের মূল্য বাড়বে না এবং সরবরাহে ঘাটতি থাকবে না। চাহিদার তুলনার অনেক বেশি পণ্য মজুদ রয়েছে।’ তিনি বলেন, ‘পণ্যের উৎপাদনকারী ও আমদানিকারকরা পণ্য বিক্রয়ের সময় রশিদ সরবরাহ করবে, পাইকারি ও খুচরা বিক্রেতারা সে মোতাবেক যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করবেন। কৃত্তিম উপায়ে কোনো ধরনের পণ্যের সংকট সৃষ্টি করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ‘প্রতিটি জেলার প্রশাসন এ বিষয়ে উপযুক্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করা হয়েছে। আসন্ন পবিত্র রমজান মাসে দায়িত্বশীল আচরণ করে ব্যবসায়ীদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’ তিনি আরও বলেন, আমদানি ও পরিবহন ক্ষেত্রে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য অগ্রাধিকার ভিত্তিতে চলাচল নিশ্চিত করা হবে। কোথাও কোনো প্রতিবন্ধকতা থাকবে না। দেশে উৎপাদিত পণ্য উৎপাদনে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সভায় বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জ্যোতিময় দত্ত, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক শফিকুল ইসলাম লস্কর, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এফএফ Comments SHARES জাতীয় বিষয়: