‘বহিস্কার খুবই সহজ, আবিস্কার বড় কঠিন’: টিপু

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৯

লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘বহিস্কার খুবই সহজ,আবিস্কার বড় কঠিন’ বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু ।

টিপু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেয়া একটি পোস্টে এই মন্তব্য করেন। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে এ মন্তব্য করেন সালাহ্ উদ্দিন টিপু।

টিপু লক্ষ্মীপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও পৌর মেয়র আবু তাহেরের ছেলে।

জানতে চাইলে একেএম সালাহ্ উদ্দিন টিপু বলেন, আমরা একটি সুষ্ঠ নির্বাচন চাই। জনগণের ভোটে নির্বাচিত ব্যক্তিই হবে চেয়ারম্যান। নেতাকর্মীদেরকে বহিস্কার করে চেয়ারম্যান হওয়া যায় না। কারো জনপ্রিয়তাও কমানো যায় না।

তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি লিখেছেন ‘তাহের পরিবার বিরোধীদের দিনের ভোটে এত ভয় কেন ?

তিনি আরো লিখেন, যখন জনগনের ভোটের আশা নাই। তখন নেতা কর্মিদের বহিষ্কারের হুমকি না দিয়ে ভালবাসার সুরে মন জয় করুন।

বহিষ্কার খুবই সহজ, আবিষ্কার বড় কঠিন। আপনার রাজনৈতিক বয়সে কত লোক আবিষ্কার করছেন। কর্মিদের সামনে ঐ হিসাব টা একটু দয়া করে দিয়েন।

/আরএ

Comments