সাংবাদিকদের ‘উদ্বেগ’ কমাতে কাজ করবেন তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯

একুশ নিউজ: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের যে উদ্বেগ রয়েছে তা কমাতে কাজ করার আগ্রহ প্রকাশ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ভুঁইফোড় অনলাইন ও অনলাইন টিভির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, অনলাইন গণমাধ্যম আজকের বাস্তবতা। একই সাথে সামাজিক যোগাযোগমাধ্যম আজকের বাস্তবতা। বাংলাদেশে শুধু নয়, সমগ্র পৃথিবীতে অনলাইন মিডিয়ার ব্যপক বিস্তৃতি ঘটেছে। এই বিস্তৃতি বন্ধ করা সঠিক নয়, কিন্তু এটি যাতে সঠিকভাবে হয়, নিয়মনীতির মধ্যে থেকে হয় সে কাজটি করা হচ্ছে আমাদের লক্ষ্য।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবো। ২৮ তারিখ (২৮ জানুয়ারি) সময়সীমা আছে, চেষ্টা করবো সময়সীমার মধ্যে করা যায় কি না। কিন্তু সেটি করতে গেলে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। যত দ্রুত সম্ভব সেটি আমরা করবো।

/সিএইচ

Comments