ঠাকুরগাঁওয়ের বজ্রপাতে নিহত ১, আহত ১০ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯ মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁও জেলার পৃথক তিনটি উপজেলায় বজ্রপাতে একজন নিহত ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন। নিহতের নাম সাবিনা রানী (৪২)। সে বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের ধরেশ চন্দ্রের স্ত্রী। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় তীব্র তাপদাহের পর বৃষ্টি নামলে বজ্রপাতে জেলার রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলায় এ ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, সাবিনা রানী হার্টের রোগী ছিলেন। বজ্রপাতের বিকট শব্দে তিনি মারা যান। বালিয়াডাঙ্গী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুনিরুজ্জামান লিমন জানান সন্ধ্যায় বজ্রপাতের পর হাসপাতালে ৫ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে কাউকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়েছে আবার কারো শরীর বজ্রপাতে ঝলসে গেছে। হাসপাতালে ভর্তি হওয়া আহতরা হলেন- নার্গিস আক্তার (১৫), লিজা আক্তার (১৮), রুপসানা আক্তার (১৯), আলামিন (০৯), লুবনা আক্তার (৩৫)। এদিকে, রাণীশংকৈল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খুরশিদ শাওন জানান, জাতীয় দলের নারী ফুটবলার ইশিতা ও নাজমুল হক নামে দুইজন বজ্রপাতে গুরুতর আহত হয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। নারী ফুটবলার রাঙ্গাটুঙ্গি গ্রামের ইউসুফ আলীর কন্যা। সে বিভাগীয় পর্যায়ে মহিলা ফুটবল দলের খেলোয়াড়। অন্যদিকে, হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান জানান, তীব্র তাপদাহের পর বৃষ্টি নামলে সন্ধ্যায় বজ্রপাতে আহত হয়ে শিশুসহ ৩ জন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এমএম/ Comments SHARES সারাদেশ বিষয়: ঢাবি-ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ; আহত ১০