ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আটক ১

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের সংখ্যালঘু পরিবারের দশম শ্রেণির এক ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করেছে ওই ছাত্রীর বাবা।

সোমবার বিকালে রুহিয়া থানায় ১ জনের নাম উল্লেখ করে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন বলে জানান রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বর্মণ।
ওসি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রবিবার রাতেই এক যুবককে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, স্থানীয় আসাননগর উচ্চ বিদ্যালয়ে যাওয়া-আসার সময় ও মোবাইলে ওই ছাত্রীকে উত্যক্ত করত এক যুবক। পরে গত শুক্রবার রাত ৮টার দিকে ওই ছাত্রীকে বই দেওয়ার কথা বলে কৌশলে বাড়ির পাশে ডেকে নেয় ছেলেটি। পরে কয়েকজন মিলে ছাত্রীটির মুখ চেপে খড়িঘরে নিয়ে একে একে ধর্ষণ করে।

রবিবার রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ঠাকুরগাঁও রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বর্মণ বলেন, মেয়েটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১ জনকে আটক কারা হয়েছে।

অন্য ধর্মের এক ছেলে ও তার বন্ধুসহ ৩ জন পালাক্রমে ধর্ষণ করেছে বলে ছাত্রী জানিয়েছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলার কারণে অপরাধীদের নাম গোপন রাখা হয়েছে।

/সিএইচ

Comments