ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাও প্রতিনিধি: সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

বছরের প্রথম দিনে একই সাথে উপজেলার প্রতিটি মাধ্যমিক স্কুল, ইবতেদায়ী, দাখিল, কারিগরী ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়।

দুইবারের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাণীশংকৈল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ঠাকুরগাও-৩ সাংসদ ও ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মো. ইয়াসিন আলী।

এসময় উপস্থিথ ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জামালউদ্দিন চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষিক ফরিদা ইয়ামিন, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা মুঞ্জুরুল আলম প্রমুখ।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জামালউদ্দিন চৌধুরী জানান, বছরের প্রথম দিন প্রাথমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীর হাতে ৪১,১৪২ সেট বই দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার জানান, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও কারিগরী স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৪,১৯,১৫০টি বই বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

/সিএইচ

Comments