ঠাকুরগাঁওয়ে নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীরা উৎসবমুখর

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে।

নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার জন্য মুখিয়ে ছিল শিক্ষার্থীরা। বই বিতরণ শুরু হলে উৎসবে মেতে ওঠে তারা। সেই উৎসবের আমেজ ছিল নতুন ভর্তিকৃত ছাত্র -ছাত্রীদের মাঝে অন্যরকম। সেই সাথে শিক্ষার্থীরা হাত নেড়ে পুলিশ সুপারকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া এখন উৎসবে পরিণত হয়েছে।

এ শ্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে ১ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ঠাকুরগাঁও পুলিশ লাইন স্কুলের প্রধান শিক্ষক ভবেশ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণিতে প্রায় ১৫০০ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করেন, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মোঃমাহফুজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সদর মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। এর আগে প্রধান শিক্ষক ভবেশ রায়় জেলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামানকে নববর্ষের ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেন। বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষকমন্ডলী সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/সিএইচ

Comments