ঠাকুরগাঁও ট্রাজেডি; অবশেষে বিজিবির বিরুদ্ধে মামলা নিল আদালত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৩ নিহতের পরিবারের পক্ষ থেকে বিজিবির বিরুদ্ধে থানায় মামলা না নেয়ায় অবশেষে ঠাকুরগাঁও আদালত অভিযোগ পত্র গ্রহণ করেছেন। রোববার (২৪ ফেব্রুয়ারি) হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খান আগামী ৬ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদসহ বিজিবির ৭ সদস্যের নাম উল্লেখ করে আরও একশ জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই বাসেদ ও শিশু জয়নালের বাবা নুর ইসলাম ঠাকুরগাঁও আদালতে তিনটি মামলার অভিযোগ পত্র দাখিল করেন। থানায় মামলা গ্রহণ না করায় আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীরা। প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিজিবির গুলিতে গ্রামের সাধারণ ৩ জন মানুষ নিহত হন। /আইকে Comments SHARES সারাদেশ বিষয়: