ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ইএসডিওর ২ কর্মী নিহত

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯

ঠাকুরগাঁও প্রতিনিধি: কর্মস্থলে যোগদানের জন্য ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের উদ্দেশ্যে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর ২ জন কর্মী। রাস্তায় ২ ট্রাক ওভারটেক করার সময় ধাক্কা দেয় তাদের। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কের ২৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পরেশ (৪০) সদর উপজেলার আউলিয়াপুর তেয়ারীগাঁও গ্রামের বাসিন্দা এবং জিয়ন (৪৮) ঠাকুরগাঁও শহরের ইসলামবাগ মহল্লার জহুরুলের ছেলে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার সকাল ৯টায় ওই ২ মোটরসাইকেল আরোহী দিনাজপুরের দিকে যাচ্ছিলেন, পথে ২৯ মাইল নামক স্থানে পেছন থেকে আসা ২টি ট্রাক নিজেদের মধ্যে ওভারটেক করার সময় ট্রাকের ধাক্কায় পরেশ ও জিয়ন ছিটকে পড়ে যান। এ সময় ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহী প্রাণ হারায়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পালিয়ে যাওয়া ট্রাক ২টি জব্দ করা যায়নি।

/আইকে

Comments