ঠাকুরগাঁওয়ে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯ ইলিয়াস আলী ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নৈশকোচের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আহত হন। সোমবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত দানেস (৩৮) ঠাকুরগাঁও সদর ঢোলর হাট এলাকার সুরেন্দ্র নাথ বর্মণের ছেলে ও আহত শুবল রায় (৩৫) আকচা ইউনিয়নের বড়ধাম গ্রামের ধন গোপালের ছেলে। স্থানীয়রা ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , মোটরসাইকেল আরোহী দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ে আসছিলেন। ছোট খোঁচাবাড়ি নামক স্থানে মোটরসাইকেল স্লিপ করে পড়ে যায়। এ সময় ঢাকা গামী একটি নৈশকোচ মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। /আইকে Comments SHARES সারাদেশ বিষয়: