২৪ ঘন্টায় ঠাকুরগাঁওয়ের ২ উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নাম্বার ক্লোন

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান মাসুদের মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে।

প্রথমে সোমবার রাতে সদর উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল ক্লোনের বিষয়টি অফিশিয়াল ফেসবুক পেইজে নিশ্চিত করে সতর্ক থাকার কথা বলেন।

এদিকে মঙ্গলবার বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান তার ফেসবুক টাইমলাইনে বিষয়টি নিশ্চিতের পাশাপাশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এর আগে গত ০৯ সেপ্টেম্বর ২০১৮ সালে বদলি হয়ে যাওয়ার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নানের মোবাইল ফোন ক্লোন করা হয়েছিলো।

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদ হাসান বলেন, ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদেমুল ইসলামের নিকট ১০ হাজার টাকা দাবী করেন। ল্যাপটপ বিতরণের খরচ বাবদ এ টাকা লাগবে বলে মুঠোফোনে দাবী করেন।

প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম মোবাইল ফোন পাওয়ার পর ওই নম্বরে ১০ হাজার টাকা প্রেরণ করেন। পরবর্তীতে আরো কয়েকজন এমন ভাবে ফোন দিলে সরসারি উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিষয়টি জানতে চান ওই সহকারী শিক্ষা কর্মকর্তা।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, মোবাইল ফোন ক্লোন করার বিষয়টি জানার পর বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডাইরী করেছি। সেই সাথে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

/এসএস

Comments