রাবি ক্যাম্পাসের গেইটে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী ববিতা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯ একুশ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ববিতা নামের এক শিক্ষার্থী ক্যাম্পাসের গেইটে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ববিতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটের কাছে ঢাকা-রাজশাহী মহাসড়কে রোববার রাত ৮টার দিকে ছিনতাইকারীদের কবলে পড়েন বলে ববিতা রানী মাহতো নামে ওই শিক্ষার্থী জানান। এ ঘটনায় ওই ছাত্রী মতিহার থানায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে থানার এসআই কাদের জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ছিনতাইয়ের ঘটনা শুনেছি। বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছিনতাইয়ের ঘটনা দুঃখজনক। ছিনতাই ঠেকাতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হবে।’ ববিতা বলেন,‘আমি ও আমার বান্ধবী বিনোদপুর থেকে রিকশায় করে ক্যাম্পাসে ফিরছিলাম। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছলে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা আমার ব্যাগ ছিনিয়ে নিয়ে কাজলার দিকে পালিয়ে। তাদের কাউকে চিনতে পারিনি। অন্ধকার থাকায় মোটর সাইকেলের নম্বর দেখতে পারিনি।’ ব্যাগের মধ্যে আইডি কার্ড, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ১৭০০ থেকে ১৮০০ এর মতো টাকা এবং একটি মোবাইল ফোন ছিল।ঘটনার পরপরই থানায় জিডি করেন বলে জানান তিনি। এফএফ Comments SHARES সারাদেশ বিষয়: