ইউনেস্কোর ‘বিপন্ন’ ঐতিহ্যের তালিকায় থাকছে না সুন্দরবন

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৯

নিউজ ডেস্ক: সুন্দরবনকে বিপন্ন বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটি। আজারবাইজানের বাকুতে বৃহস্পতিবার এক সভায় সর্বসম্মত এ সিদ্ধান্ত গ্রহণ করে কমিটি।

ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সুন্দরবনের পাশে রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণ, বনের ভেতর দিয়ে জাহাজ চলাচলসহ বিভিন্ন কারণে সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ হুমকির মুখে।

দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ জানিয়ে আসছিল জাতিসংঘের অন্তর্ভুক্ত সংস্থাটি। সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়।

Comments