পঞ্চম দিনেও অব্যহত শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

একুশ ডেস্ক: ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে পঞ্চম দিনের মতো আজ বৃহস্পতিবারও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।

রাজধানী ও আশপাশের বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা দাবি আদায়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন।

রাজধানীর মিরপুরের কালশী ও শেওড়াপাড়া এলাকার সকাল থেকেই রাস্তায় অবস্থান নিয়েছেন বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা।

এর ফলে আজ বৃহস্পতিবার সকাল থেকেই মিরপুর রোড ও মিরপুর-বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়াও সাভারের আশুলিয়া, জিরাবো, জামগড়া, কাঠগড়াতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী পোশাক কারখানার মালিকরা বেতন দিচ্ছে না বলে অভিযোগ করছেন বিক্ষোভরত শ্রমিকরা।

সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়ন ও বৈষম্য দূর করার দাবিতে আন্দোলন করছে গার্মেন্ট শ্রমিকরা।

/এসএস

Comments