আজও থামেনি শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯

একুশ নিউজ: আজও থামেনি গার্মেন্ট শ্রমিকেদের বিক্ষোভ। সরকারি মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়ন এবং সাভারে নিহত শ্রমিক হত্যার বিচারের দাবিতে চতুর্থদিনের মতো সড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।

প্রতিদিনের মতো আজ বুধবার সকালেও কাজে না গিয়ে রাস্তায় নেমে আসে শ্রমিকরা।

সাভারের আশুলিয়া, কাঠগড়া, জামগড়া ও জিরাবো এলাকায় সকাল থেকেই বাড়তে থাকে শ্রমিকদের ভিড়।

শ্রমিক বিক্ষোভের মুখে সাভার ও আশুলিয়ায় চারটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

কারখানাগুলো হল- সাভারের উলাইল ও হেমায়েতপুরের বাগবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের তিনটি এবং আশুলিয়ার চারাবাগ এলাকার মেট্রো নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

এদিকে শ্রমিক বিক্ষোেভের মুখে গতকাল মঙ্গলবার শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আহ্বানে শ্রম ও বানিজ্য মন্ত্রণালয়ের যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৫জন শ্রমিক প্রতিনিধি, ৫ জন মালিক প্রতিনিধি এবং দুই মন্ত্রণলয়ের দু’জন সচিবের সমন্বয়ে ১২ সদস্য বিশিষ্ট কমিটি করার সিদ্ধান্ত হয়।

এই কমিটি আগামী এক মাসের মধ্যে মজুরী কাঠামো ও অন্যান্য বিষয়াদি পর্যালোনা করে রিপোর্ট জমা দিবে।

বৈঠক শেষে শ্রমিকদের কাজে ফেরারও তাগিদ দেন নতুন বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এসময় কঠোর হুশিয়ারিও দেন তিনি।

/এসএস

Comments