শ্রমিক বিক্ষোভে বন্ধ উত্তরায় যান চলাচল

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

একুশ নিউজ: নূন্যতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভে নেমেছে উত্তরার বিভিন্ন গার্মেন্টের পোশাক শ্রমিকরা।

বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশ মুখ। বন্ধ রয়েছে উত্তরার পথে যানবাহন চলাচল।

জানা যায়, উত্তরা এলাকার বিভিন্ন গার্মেন্টের শত শত শ্রমিক রোববার সকাল ৯টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।

উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নিয়ে ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছে তারা।

বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন যেতে বা আসতে পারছে না। যানবাহন চলাচল বন্ধ থাকায় দুই দিকে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।

বিক্ষোভের খবর পেয়ে ঢাকার উত্তর খান ও দক্ষিণখান এলাকা থেকেও শ্রমিকরা এসে সড়কে অবস্থান নিতে শুরু করেছে বলে উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন খান জানান।

বিমান বন্দর থানার সহকারী কমিশনার মিজানুর রহমান বলেন, আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। কিন্তু রাস্তায় বিক্ষোভকারীদের সংখ্যা ক্রমশ বাড়ছে।

/এসএস

Comments