খুলনার ফুলতলায় সড়ক দুর্ঘটনায় ২ চিকিৎসকসহ তিনজন নিহত

প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনার ফুলতলার বেজেরডাঙ্গায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ফুলতলার বেজেরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গড়াই পরিবহন ও যশোরগামী একটি প্রাইভেট কারের সংঘর্ষে সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। প্রাইভেট কারটির নাম্বার ঢাকা মেট্রো-গ ১৩-৬৮৭০ ও বাসটির নাম্বর রাজশাহী মেট্রো ব ১১-০০৩৮। প্রাইভেট কারটি সম্পূর্ণ ছিন্ন বিছিন্ন হয়ে গেছে। বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

ফুলতলা থানার ওসি মোঃ মনির হোসেন জানান, বেপরোয়া বাসটির সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, প্রাইভেট কার আরোহী ডা. শাহাদাত হোসেন, ডা. মোয়াজ্জেম হোসেন ও প্রাইভেট কার চালক জাহাঙ্গীর হোসেন।

/আরএ

Comments