হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৯

মোঃ রবিউল আলম: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ বাজারের পূর্ব ব্রিজ সংলগ্নে পিকআপ ভ্যান ও অটোচালিত সিএনজি সংঘর্ষে নিহত হয়েছে।

সোমবার (১ জুলাই) সকাল দশটায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। সে রামগন্জ উপজেলার জয়পুরা এস আরএমএস উচ্চ বিদ্যালয়ের জেনারেল ইলেক্ট্রনিক বিষয়ের শিক্ষক তহিদুল ইসলাম (৪০)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

সংঘর্ষে সিএনজি চালকসহ দুই যাত্রী আহত হয়। তাদেরকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে জয়পুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিকআপ ভ্যানটি ভাঙচুর করে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এদিকে পিকআপভ্যানটি জব্দ করা হয়।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন রনি সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

 

Comments