মাদকমুক্ত সমাজ গড়তে বিদ্যমান আইনের সংশোধন প্রয়োজন: শেখ তন্ময় এমপি

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯

একুশে ডেস্ক: মাদক সমস্যা সমাধানে একটি ‘মাস্টার প্ল্যান’সহ সংশ্লিষ্ট আইনের সংশোধন করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বঙ্গবন্ধু পরিবারের সন্তান সংসদ সদস্য শেখ তন্ময়।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শেখ তন্ময়।

তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর নির্বাচনে জয় পেয়ে আমি এখানে এসেছি। আমার নিজের কোনো অর্জন নেই। ভোট চাইতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলেছি।

যখনই শেখ হাসিনার কথা মানুষের কাছে বলেছি, তখনই তারা বলেছেন, ‘শেখের বেটিকে তো ভোট দিতেই হবে’।

‘আজ মাদক আমাদের একটি বড় সমস্যা। পাঁচ কোটি তরুণের এক কোটি মাদকাসক্ত হয়ে পড়েছে। যারা মাদকের ব্যবসা করে, তাদের কোনোভাবে, নরমভাবে দেখলে হবে না’।

‘এক কোটি তরুণ মাদকাসক্ত হয়ে পড়লে, আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এদের ফিরিয়ে আনার জন্য আমার মনে হয় একটা মাস্টার প্ল্যান দরকার। এই মাদক সমস্যা দূর করার জন্য আইনের সংশোধন প্রয়োজন’।

/এফএফ

Comments