সিরাজগঞ্জ কামারখন্দে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান চালকসহ নিহত ৩

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯

আব্দুল্লাহ আল মারুফ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যান চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টায় দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কয়েলগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের রহম আলীর ছেলে চালক সূর্য মিয়া (৪০) । বিশা মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৮), হামিদুর রহমানেরছেলে নেহার (৩৭) । এ দুর্ঘটনায় দু’টি গরুর মৃত্যু হয়েছে।

এলাকাবাসী জানান , কামারখন্দ থেকে পিকআপ ভ্যানে করে গরু নিয়ে উল্লাপাড়ার জনতার হাটে যাচ্ছিলেন সূর্যসহ কয়েক ব্যাপারী। পিকআপটি কয়েলগাঁতী এলাকায় রেলসড়ক পার হওয়ার সময় কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক সূর্য মিয়া ও দু’টি গরুর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয় ।এ দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নিহত পরিবারদের পচিশ হাজার টাকা দিবেন।

/আরএ

Comments