ভেজাল মধু তৈরি; ভ্রাম্যমান আদালতে জরিমানা

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামে পানি, চিনি, ফিটকিরি, রঙ ও সামান্য মধু মিশিয়ে তৈরি করছে অস্বাস্থ্যকর মধু। এ গ্রামের অনেক পরিবার এই অবৈধ ব্যবসার সাথে জড়িত।

খবর পেয়ে (১২ফেব্রুয়ারী) রাত দশটার দিকে অভিযান পরিচালনা করেন কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর আলম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট জাহাঙ্গীর আলম ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভেজাল মধু তৈরীর মালিক ইব্রাহিমকে (২৫) পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং মধু ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট জাহাঙ্গীর আলম জানান, উপজেলার বড়কুড়া গ্রামে বেশ কিছু বাড়ীতে ভেজাল মধু তৈরী হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ভেজাল মধু ধ্বংস ও ভ্রাম্যমান আদালত বসিয়ে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

/আইকে

Comments