ইউএনওর হস্তক্ষেপে ৪র্থ শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯
ইউএনওর হস্তক্ষেপে ৪র্থ শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ। ছবি: একুশ নিউজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল চতুর্থ শ্রেণিতে পড়ুয়া অঞ্জনা খাতুন (১২)। অঞ্জনা কামারখন্দ উপজেলার চর ঝাঐল গ্রামের আয়নাল হোসেনের মেয়ে ও ঝাঐল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার চর ঝাঐল গ্রামের আয়নাল হোসেনের বাড়ীতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খামারিয়া পাড়া এলাকার মৃত ঘিয়ের উদ্দিনের ছেলে কুরবানের সাথে বিয়ের আয়োজন চলছিল চতুর্থ শ্রেণিতে পড়ুয়া অঞ্জনার। বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিয়ে বাড়ীতে গিয়ে বিয়ে ভেঙে দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অঞ্জনার বাড়ীতে গিয়ে বিয়ে ভেঙে দেয়া হয়। ১৮ বছর বয়সের নিচে মেয়েকে বিয়ে দেয়া বা ১৮ বছর বয়সের নিচে কোন মেয়েকে বিয়ে করা হবে না বলে বর ও কনের পরিবারের পক্ষ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

/সিএইচ

Comments