শিক্ষার মান ধরে রাখার তাগিদ দিয়ে গেলেন রাজবাড়ী বিদায়ী জেলা প্রশাসক

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯

অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি:  শিক্ষার মান ধরে রাখার তাগিদ দিয়ে গেলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্নসচিব হিসেবে পদোন্নতি পাওয়া বিদায়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী।

তিনি বলেন, রাজবাড়ীতে দুই বছর এক মাস কর্মময় জীবনে চেষ্টা করেছি ন্যায়, নিষ্ঠার আর সততার সাথে দায়িত্ব পালন করতে। জেলার ৫টি উপজেলার মধ্যে বালিয়াকান্দির মানুষ মনে হয়েছে অতন্ত্য শান্তিপ্রিয়। এই উপজেলার মানুষ রাজনীতিতে সেভাবে অগ্রসর না হলেও শিক্ষার ক্ষেত্রে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ সময় তিনি দুইজন উদ্ধর্ত্তন পুলিশ কর্মকর্তা সহ যুগ্নসচিবদের কথা স্মরন করেন। তিনি বলেন, এই গুনগত শিক্ষার মান ধরে
রাখলে বালিয়াকান্দিবাসী আগামীদিনে আরো অগ্রসর হবে। আমার কর্মময় জীবনে বালিয়াকান্দিকে সবচেয়ে বেশি ভালবেসেছি। অসুস্থতা নিয়ে আজকের এখানে আসাটা তারই প্রমাণ।

তিনি আরও বলেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচন সহ অন্য চারটি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করা ছিল জেলা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। সেটা সফলভাবে সম্পন্ন করেছি বলেন বালিয়াকান্দি বাসী সহ ৫উপজেলার ভাল জনপ্রতিনিধি পেয়েছি।

জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে রাজবাড়ীর জেলা সব উপজেলা আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে প্রত্যাশা
করেন বিদায়ী এই জেলা প্রশাসক।

তিনি বলেন, প্রশাসনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসক পদটি মানুষের কাছে থেকে সেবার করার জন্য গুরুত্বপূর্ণএকটি পদ। আমি চেষ্টা করেছি এই পদটির যথার্থ মূল্যায়ন করে সাধারণ জনগনের সেবা করতে।

গতকাল রবিবার বিকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এমএ হান্নান মোল্যা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের

প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্যা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, জঙ্গল
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাসপ্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শাহ্ধসঢ়; মোঃ রাজীব, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল হকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারী মোহাম্মদ সোহেল মিয়া।

Comments