শৈলকুপায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বুধবার সকালে শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দেবতলা গ্রামের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শামছুজ্জামান পান্না খান ও জেলা পরিষদের সদস্য মনোয়ার হোসেন মালিতা সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। ৩ দিন আগে পার্শবর্তী জামসেদপুর গ্রামে দু’পক্ষের সমর্থকদের মাঝে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে বুধবার সকালে উভয়গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সোহরাব মালিতা, আয়ুব মালিতা, কুদ্দুস মালিতা, লুৎফর মালিতা, সাজ্জাদ হোসেন, টুকুন ও রেজাউল ইসলাম কটাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা, ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান জানান, দেবতলা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিআইজে/ Comments SHARES সারাদেশ বিষয়: আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ