শার্শার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ!

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯

বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ জন শিক্ষার্থী। বুধবার উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।

অসুস্থদের মধ্যে গুরুতর ১১ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৭ জন শার্শা উপজেলা স্বাস্থ্য কবমপ্লেক্সে চিকিৎসাধীন।

চিকিৎসকরা বলছেন, ওই শিক্ষার্থীরা ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে অভিভাবকরা দাবি করেছেন, কৃমিনাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা।

জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১০ থেকে ১১টার মধ্যে হঠাৎ করেই শিক্ষার্থীরা একে একে অসুস্থ হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে অভিভাবকদের খবর দেয়া হয়। অভিভাবকরা স্কুলে এসে ১৮ জনকে অসুস্থ অবস্থায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক অশোক কুমার সাহা বলেন, এখানে ৭ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর হাসপাতালে চিকিৎসাধীন ১১জন হলো ষষ্ঠ শ্রেণির আলিফা ইয়াসমিন (১২), জান্নাতুল (১৩), সপ্তম শ্রেণির ছাত্রী নিশি আক্তার (১৩),শাপলা খাতুন(১৩), সপ্তম শ্রেণির মরিয়ম আক্তার মুন্নি (১৩),অষ্টম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন(১৪), ছাত্রী তামান্না ইয়াসমিন মিম (১৪), হালিমা(১৪) রাসেল (১৪), তাবাসসুম হাবিব ঋতু (১৪) ও নবম শ্রেণির স্মৃতি (১৫)। এ

ই হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আব্দুর রশিদ জানান, কৃমিনাশক খেয়ে এই ধরণের অসুস্থ হওয়ার কোনো কারণ নেই। ওই শিক্ষার্থীরা ম্যাস হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। একজনের অসুস্থ দেখে অন্যরাও ভয়ে অসুস্থ হয়ে পড়েছে। এতে আতংকিত হওয়া কোনো কারণ নেই। মেডিসিন ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।

তবে ডাক্তারের কথা মানতে নারাজ অভিভাবকরা। কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনদিন আগে শিক্ষার্থীদের কৃমিনাশক খাওয়ানো হয়। ওষুধ খাওয়ার পর বাচ্চারা অসুস্থ বোধ করতে থাকে। এদিন সকালে ক্লাস চলাকালীন সময়ে তারা অসুস্থ হয়ে পড়েছে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার সাংবাদিকদের জানান, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য তাৎক্ষনিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে।

/আরএ

Comments