শেরপুরে মুখোমুখি নাগরিক সংলাপ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

শাকিল মুরাদ, শেরপুর: ‘শান্তি জিতলে, জিতবে দেশ’ এ শ্লোগানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ইউএসএআইডি ও ইউকে এইড এর যৌথ উদ্যোগে শেরপুরে ‘সংলাপে নাগরিক অগ্রাধিকার’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে শহরের টাউন হল অডিটরিয়ামে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ময়মনসিংহ বিভাগের প্রধান নার্গিস আক্তার, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক মামুনুর রশিদ পলাশ, ফেলো নাছরিন রহমান, বিনয় কুমার সাহা প্রমুখ।

সংলাপ অনুষ্ঠানে শেরপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী ও সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Comments