রিক্সাওয়ালাদের সাথে ভালোবাসার বিনিময় করলো সাংবাদিক সংগঠন

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

শেরপুর প্রতিনিধি: আজ ১৪ই ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস। অর্থাৎ ‘সেন্ট ভ্যালেন্টাইনস ডে’। তরুণ-তরুণী শুধু নয়, নানা বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ প্রকাশের আনুষ্ঠানিক দিন আজ। এ ভালোবাসা যেমন মা-বাবার প্রতি সন্তানের, তেমনি মানুষে-মানুষে ভালোবাসাবাসির দিনও এটি। আর এ দিবসটি উপলক্ষে রিক্সাওয়ালাদের সাথে ব্যতিক্রমী ভালোবাসা দিবস উদযাপন করেছে ‘শেরপুর ইয়্যুথ রিপোর্টাস ক্লাব’ নামের একটি সাংবাদিক সংগঠন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে রিক্সাওয়ালাদের হাতে ফুলের শুভেচ্ছা ও খোশ গল্প করেন অতিথিরা।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক সংগঠন জন উদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, মানবাধিকারকর্মী শামীম হোসেন, মুক্তিযুদ্ধ মঞ্চ শেরপুরের আহবায়ক রাঙা শাহীন, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মহিউদ্দিন সোহেল। শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানার নেতৃতে ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

ফুলের শুভেচ্ছা পেয়ে খুশিতে রমজান আলী নামে এক বৃদ্ধা বলেন, ‘এই বুড়া বয়সে ফুল পেলাম, খুব খুশি লাগছে। পাশেই ফকির মিয়া নামে একজন বলেন, এ উদ্যোগটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাই আপনাদেরকে।

নাগরিক সংগঠন জন উদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ বলেন, রিক্সাওয়ালাদের সাথে নিয়ে আজকের দিনটি খুব সুন্দরভাবে পালন হয়েছে। আমরা শুধু তরুণ-তরুণী, মা-বাবা না সবাইকে ভালোবাসতে পারি।

শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানা বলেন, ক্লাবের আয়োজনে আমরা একটু ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছিলাম। অনুষ্ঠানটি সুন্দরভাবে সফল করায় আমরা
খুব আনন্দিত।

/আইকে

Comments