পূর্ব নির্ধারিত ২১ এপ্রিলই শবে বরাত বহাল রইলো

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

রাজধানী প্রতিবেদক: পবিত্র শবে বরাত নিয়ে সৃষ্ট বিতর্ক শেষে পূর্ব নির্ধারিত ২১ এপ্রিল তারিখই বহলা রাখা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২১ এপ্রিলই পালিত হবে পবিত্র শবে বরাত।

শাবান মাসের চাঁদ দেখা নিয়ে সৃষ্ট বিতর্ক নিরসনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গঠিত ১১ সদস্যের বিশেষজ্ঞ কমিটির সুপারিশের আলোকে পূর্বের তারিখ বহলা রাখা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

জাতীয় চাঁদ দেখা কমিটি গত ৬ এপ্রিল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া দফতরের সব কার্যালয়, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপন হবে।

এরপর ‘মজলিসে রুইয়াতুল হিলাল’ নামে একটি সংগঠন সংবাদ সম্মেলন করে দাবি করে সেদিন খাগড়াছড়িতে চাঁদ দেখা গেছে। ‘মজলিসে রুইয়াতুল হিলাল’এর প্রেসিডেন্ট এ বি এম রুহুল হাসান বলেন, ‘আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছিলাম। ইসলামিক ফাউন্ডেশনকেও জানিয়েছিলাম। কিন্তু তারা কেউ আমলে না নিয়ে শাবান মাস ও শব-ই-বরাতের তারিখ ঘোষণা করেছেন’।

চাঁদ দেখা নিয়ে বিতর্ক হাইকোর্ট পর্যন্ত গড়ায়। তবে হাইকোর্ট বিষয়টি ইসলামী ফাউন্ডেশনের উপর ছেড়ে দেয়। পরে ইসলামী ফাউন্ডেশন ‘মজলিসে রুইয়াতুল হিলাল’ কমিটির সাথে বৈঠক করে।

এরপর গত শনিবার ধর্ম প্রতিমন্ত্রী জরুরি বৈঠক ডাকেন। ওই বৈঠকে বিশেষজ্ঞ ও আলেম ওলামাদের সমন্বয়ে ১১ সদস্যের একটি উপ-কমিটি করা হয়। উপ কমিটির সুপারিশের ভিত্তিতে আজ আগের তারিখ বহাল থাকার এই ঘোষণা দেন ধর্মপ্রতিমন্ত্রী।

ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম বলেছেন, ‘প্রতিটি জেলা থেকে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কমিটির লিখিত রিপোর্ট নেয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও ইসলামিক ফাউন্ডেশনের জেলা অফিসগুলো থেকেও রিপোর্ট নেয়া হয়েছে।

উপ-কমিটি দেখেছে যে যারা ভিন্ন দাবি করেছ তাদের সাক্ষী দুর্বল। চাঁদ দেখার দাবি করলেও তারা সময়মতো কাউকে জানায়নি। আবার কেউ কেউ বলেছেন তারা গাছের ফাঁক দিয়ে দেখেছেন কিংবা কেউ বলছেন একবার দেখেছেন তারপর মেঘে ঢেকে গেছে। আবারএ কমিটি ডাকলেও তারা সাক্ষ্য দিতে আসেনি। কমিটির কাছে এসব কারণে তাদের দাবি ভিত্তিহীন মনে হয়েছে।

তারপরেও সব দিক বিশ্লেষণ করে কমিটির সদস্য আলেম ওলামারা নিশ্চিত হয়েছেন যে শব-ই-বরাত একুশে এপ্রিলই পালিত হবে, বলছেন ইসলামিক ফাউন্ডেশন সচিব’।

/আরএ

Comments