কৃষি জমি খনন করার অপরাধে সেলিম এন্ড ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৯

মো: লোকমান হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সরকারী নিয়ম-কানুনকে তোয়াক্কা না করে কৃষি জমি খনন করে ইট ভাটায় মাটি ব্যবহারের দায়ে সেলিম ব্রাদার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অপরাধে সেলিম এন্ড ব্রাদার্স নামক ফার্মের স্কেবেটার চালক মোঃ ইসমাইল (২৬) কে ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন খাগড়াছড়ি ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকালে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের গুগড়াছড়ি নামক এলাকায় মূল সড়কের পাশে স্কেবেটার দিয়ে ফসলি (কৃষি) জমি খনন করে সেলিম এন্ড ব্রাদার্স ব্রীক ফিল্ডে ইট তৈরীর কাজে ব্যবহার করার সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মোঃ নাজমুস শোয়েব ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে স্কেবেটার চালক মোঃ ইসমাইলকে হাতে নাতে আটক করে।

পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা অনুযায়ী ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) টাকা জরিমানা করে চালককে ছেড়ে দেয়। সেলিম এন্ড ব্রাদার্স এর মালিক বিশিষ্ট ঠিকাদার মোঃ সেলিমের নিকট মূল সড়কের পাশে কৃষিজমি খনন সম্পর্কে মুটোফোনে জানতে চাইলে তিনি বলেন, আইন অমান্য করায় ভ্রাম্যমান আদালত ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেছে।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খান মোঃ নাজমুস শোয়েব বলেন, সরকারি নিয়মকে অমান্য করে কৃষি জমি খনন করার অপরাধে সেলিম এন্ড ব্রাদার্স নামক ফার্মের স্কেবেটার চালক মোঃ ইসমাইল-কে ৫০,০০০/- (পঁঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।

/আরএ

Comments