ঠাকুরগাঁওয়ে নার্স হত্যায় বখাটের ফাঁসির দাবিতে মানববন্ধন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৯ মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃবেসরকারি হাসপাতালের নার্স তানজিনা আকতারের ঘাতক জীবনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় মাদরাসাপাড়া এলাকার সহস্রাধিক নারী-পুরুষ শহরের চৌরাস্তায় সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। বক্তারা তানজিনার ঘাতক গ্রেপ্তারকৃত জীবনের ফাঁসির দাবি জানান। গত ২০ জুন সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিলেন তানজিনা। পথে বখাটে যুবক প্রতিবেশী জীবন তাকে পেছন দিক থেকে ল্যাং মেরে ফেলে দিয়ে ধারালো ছোড়ায় এলোপাথারি কোপাতে থাকে। এক পর্যায়ে তাকে রাস্তা থেকে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে আরও কয়েক জায়গায় কোপায় তাকে। পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেদিন রাতেই এই ঘটনায় অভিযুক্ত জীবনকে আটক করে ঠাকুরগাঁও পুলিশ। ঠাকুরগাঁও সদর হাসপাতালে সাময়িক চিকিৎসার পরে রংপুরে পাঠানো হয় তানজিনাকে। অবশেষে ২৭ জুন সকালে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তানজিনা। Comments SHARES সারাদেশ বিষয়: