বালিয়াডাঙ্গীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

প্রকাশিত: ৯:৪১ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬৪ তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (৩০ জুন) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা আদিবাসী পরিষদের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা আদিবাসী সমবায় সমিতির সভাপতি গোবিন্দ মার্ডি, সাংবাদিক সামশুজ্জোহা, এস এম মশিউর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন।

Comments