ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছে গ্রামবাসী

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৯

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি ও ভরতকাঠি গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ।

সাঁকোটি পাশাপাশি দু’গ্রামের লোকজনের খাল পাড় হওয়ার একমাত্র অবলম্বন। এই বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে পৌঁছেছে। বেশি বৃষ্টিপাত হলেই কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।

এই সাঁকোটির স্থলে একটি সেতু নির্মাণ করা হলে কোমলমতি শিক্ষার্থীসহ বহু মানুষ দুর্ভোগ ও ঝুঁকির হাত থেকে রক্ষা পাবে। মাঝেমধ্যে স্কুলে যাওয়ার সময় সাঁকো দিয়ে পড়ে গিয়ে জামা-কাপড়, বই-খাতা ভিজে আবার বাড়িতে ফিরে যেতে হয় শিক্ষার্থীদের। বৃদ্ধ, শিশু ও অসুস্থদের সাঁকো পেরুতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের সময় প্রার্থীরা ব্রিজ করার প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে কারো মনে থাকে না। অনতিবিলম্বে এই খালের উপর একটি ব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Comments