মিয়ানমারের বিরুদ্ধে জনমত তৈরিকে ‘জিহাদ’ বলে কটাক্ষ করলেন শাহরিয়ার কবির নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জুন ১, ২০১৯ ডেস্ক: নির্যাতিত নিপীড়িত হয়ে নিজ দেশ প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন যেসব রোহিঙ্গা, তাদের বিনা প্রতিবাদে নিরবে দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। মিয়ানমারের বিরুদ্ধে জনমত তৈরির সমালোচনা করে শাহরিয়ার কবির বলেন ‘বহু এনজিও রোহিঙ্গাদের রেডিক্যালাইজড করছে, মিয়ানমারের বিরুদ্ধে জেহাদে উদ্বুদ্ধ করছে। এই তহবিল শুধু মধ্যপ্রাচ্য থেকে নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আসছে। ইংল্যান্ডের ব্যাপারে আমরা সবাই জানি: সেখানকার কয়েকটা এনজিও ইসলামের নাম নিয়ে এখানে রোহিঙ্গাদের মধ্যে কাজ করছে। তাদের বলছে যে, কেউ ফেরত যাবে না, জেহাদ করে আরাকান দখল করতে হবে। বৃহস্পতিবার (৩০ মে) রাতে একাত্তর টিভির টক শো ‘একাত্তর জার্নাল’-এর ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এসব কথা বলেছেন তিনি। উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দেশের আলোচিত কিছু সংবাদ নিয়ে একাত্তর টিভির নিয়মিত আলোচনার আয়োজন ‘একাত্তর জার্নাল’। অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন মিথিলা ফারজানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার বার্তা সম্পাদক মানস ঘোষ ও অনলাইন অ্যাক্টিভিস্ট লীনা পারভীন। এএ/ Comments SHARES জাতীয় বিষয়: