শাহজালালে বিমানের জরুরি অবতরণ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, জুন ৩, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ কিউ ৪০০ নামের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আান্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সোমবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বিমানটি নিরপদে অবতরণ করেছে। যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’ জরুরি অবতরণের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে বন্ধ রয়েছে। এ কারণে কয়েকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ফিরে গেছে। উল্লেখ্য, এর আগে গত ৮ মে বিমানের একটি ড্যাশ-৮ কিউ ৪০০ উড়োজাহাজ ৩৫ জন আরোহী নিয়ে মিয়ানমারের ইয়াংগন বিমানবন্দরে নামার সময় বজ্রঝড়ের কবলে পড়ে এবং অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে যায়। ওই সময় বিমানের আরোহীদের সবাই ওই দুর্ঘটনায় কমবেশি আঘাত পান। এএ/ Comments SHARES জাতীয় বিষয়: শাহজালালে বিমান