‘আল্লাহকে সাক্ষী রেখে বলুন কয়জন সাংসদ জনগণের ভোটে নির্বাচিত’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯ ডেস্ক: সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা বলেছেন, একটা সরকারের সক্ষমতা ক্রমশ বাড়ার কথা। কিন্তু আমরা লক্ষ্য করছি এ সরকারের সক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। বাজেটের মাত্র ৭৬ শতাংশ আমরা বাস্তবায়ন করতে পারি। তিনি অভিযোগ করে বলেন, আমি সংসদে আমি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ৩০০ সদস্য উত্তেজিত হয়ে যায়। তারা যদি মারমুখী হয়ে যান তাহলে আমি আমার বক্তব্য কীভাবে রাখব? রবিবার (১৬ জুন) জাতীয় সংসদের ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিগত নির্বাচন নিয়ে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন কী ধরনের নির্বাচন করেছে তা স্পষ্ট হয়ে গেছে। কী ধরনের নির্বাচন হয়েছে, এখানে যে সদস্যরা রয়েছেন তারা আল্লাহকে সাক্ষী রেখে বলুক সংবিধান অনুযায়ী জনগণের প্রত্যেক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন কি না। ‘তারা কয়জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন, নিজের বিবেককে প্রশ্ন করুক। যদি বিবেক থেকে থাকে আপনাদের নিজেদের উত্তর নিজেই পেয়ে যাবেন।’ তিনি বলেন, এ সংসদ নির্বাচিত নয় জেনেও আমরা সংসদে যোগ দিয়েছি। কারণ, আমাদের মিটিং করতে দেওয়া হয় না। ভেবেছিলাম সংসদে জনগণ, আমার দল নিয়ে কথা বলতে পারব। কিন্তু আমার দুর্ভাগ্য এ সংসদের সরকারি দলের এমপিদের এতটুকু ধৈর্য নেই আমার কথা শোনার। এসকে/ Comments SHARES জাতীয় বিষয়: ভোটে নির্বাচিত’